এজবাস্টন টেস্টে দারুণ জায়গায় রয়েছে ভারত। পাশাপাশি অন্য ম্যাচে অন্য ভারত জিতল দীনেশ কার্তিকের (Dinesh Karthik) নেতৃত্বে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ভারত নর্দাম্পটনশায়ারকে হারাল ১০ রানে।
কার্তিকের (Dinesh Karthik) নেতৃত্বে এই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান করে। জবাবে তিন বল বাকি থাকতে নর্দাম্পটনশায়ারের ইনিংস শেষ হয়ে যায় ১৩৯ রানে। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে এই জয় ভারতকে অবশ্যই আত্মবিশ্বাসী করবে। ভারতের জয়ের নায়ক হর্ষল পটেল। ব্যাট, বল দু’টিতেই সফল তিনি। তাঁর ৩৬ বলে ৫৪ রানের সুবাদে ভারত দেড়শো রানের কাছে পৌঁছয়।
আরও পড়ুন: Jasprit Bumrah: ব্যাট হাতে কামাল বুমরার, অভিনন্দন জানালেন লারা
পাশাপাশি বল হাতেও সফল হর্ষল। তিনি ৩.৩ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। নর্দাম্পটনশায়ারের সর্বোচ্চ রান সৈয়ফ জাইবের। তিনি করেন ৩৫ বলে ৩৩ রান। তাঁকে ফেরান হর্ষল। এ ছাড়াও গাস মিলারকে (৫) ফেরান তিনি। অর্শদীপ সিংহ, আবেশ খান এবং যুজবেন্দ্র চহালও ২টি করে উইকেট নেন। ভারতীয় বোলারদের মধ্যে আবেশই সব থেকে সফল।