ডক্টর বিধানচন্দ্র রায়ের ১৪০ তম জন্মদিবসের বিশেষ অনুষ্ঠানে বিধানসভায় অনুপস্থিত থাকে বিজেপি। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়কদের এই ধরণের আচরণে খুবই ক্ষুব্ধ হোন এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

 

বিজেপি বিধায়কদের এদিন এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকা প্রসঙ্গে স্পিকার বলেন, ‘বাংলার রূপকারের জন্মদিনেও নেই বিরোধীরা। বিধান রায়ের উচ্চতা ওঁরা বুঝতে পারছেন না। বিধান রায় আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এক করা ঠিক নয়। অতীতে এই ধরনের অনুষ্ঠানে বিরোধীরা থাকতেন। হয়তো শ্যামাপ্রসাদের জন্মদিন পালনের দিন ওঁরা থাকবেন। কিন্তু বিধান রায় বিধান রায়ই বা জ্যোতি বসু জ্যোতি বসুই। তাঁদের যে উচ্চতা তাঁর সঙ্গে কি শ্যামাপ্রসাদের তুলনা চলে? আমি রাজনীতির কথা বলছি না। শ্যামাপ্রসাদের ভূমিকা সকলেই জানেন।’

 

একই সঙ্গে স্পিকার বলেন, দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করছে না বিজেপি। বিরোধী মানেই অধিবেশনে হৈ হট্টগোল করা নয়। অতীতে এই ধরনের অনুষ্ঠানে বিরোধীরা থাকতেন। বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিধান রায়ের বক্তৃতা সংকলনের কাজ শেষ হয়ে গিয়েছে। বিধানসভার মিউজিয়ামে রাখা হবে ওই সংকলন। বিধানসভার মিউজিয়াম তৈরির কাজও শেষ। সেটি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও, পরে গিয়ে ডাঃ বিধান রায়ের প্রতিকৃতিতে মালা দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।

 

এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘সরকারি অনুষ্ঠানে শ্রদ্ধা না জানালে, শ্রদ্ধা জানানো হয় না, এটা ঠিক নয়। বিজেপি জানে মনীষীদের কীভাবে শ্রদ্ধা জানাতে হয়। তৃণমূলের থেকে শিখব না। স্পিকার আসলে একটি বিশেষ চশমা দিয়ে বিজেপিকে দেখেন।’

 

আরো পড়ুন:বিজেপিDebangsu Bhattacharya:’সিবিআই ইচ্ছে করে শুভেন্দুর গ্রেফতারিতে উদ্যোগ নিচ্ছে না’ তোপ দেবাংশুর!