ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের ভাবনা শুরু করে দিয়েছেন ভারতীয় নির্বাচকগন। সেই ভাবনায় বাংলার পেসার মহম্মদ শামি (Mohammed Shami) নেই বলেই মনে করা হচ্ছে। আয়ারল্যান্ডের মাটিতে তরুণ ভারতীয় দল দেখিয়েছে তাঁদের দাপট। আর সেই দলে যে পেসাররা খেলেছেন, তাঁদেরই বিশ্বকাপ দলে সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে নির্বাচকদের।
সূত্রের খবর, নির্বাচকরা শামিকে (Mohammed Shami) বিশ্বকাপের জন্য ভাবছেন না। অস্ট্রেলিয়াতে তরুণ বোলারদেরই পাঠাতে চাইছেন তাঁরা। ভুবনেশ্বর কুমারকে নিয়ে যাওয়া হতে পারে অস্ট্রেলিয়া। অভিজ্ঞ পেসার হিসাবে যশপ্রীত বুমরার সঙ্গে যেতে পারেন তিনিও।
আরও পড়ুন: Rahul Dravid: নির্বাচকের উপর ক্ষোভ প্রকাশ দ্রাবিড়ের
তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে শামি (Mohammed Shami) রয়েছেন। লাল বলের খেলায় তাঁকে নিয়মিত ভাবা হলেও সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলে তিনি অনিয়মিত। শামি নামিবিয়ার বিরুদ্ধে গত বিশ্বকাপে শেষ বার টি-টোয়েন্টি ক্রিকেটে খেলেছিলেন ভারতের হয়ে।