ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে সবথেকে বড় সংশয় রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। তিনি না খেলতে পারলে কে নেতৃত্ব দেবেন, তাঁর জায়গায় দলে কে আসবেন – এসব নিয়ে ছিল নানান জল্পনা। তবে এই জল্পনা চলার মাঝেই আশার আলো দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কার্যত প্রধান নির্বাচকের উপর ক্ষোভও প্রকাশ করলেন তিনি।
সুত্রের খবর, এ বিষয়ে দ্রাবিড় (Rahul Dravid)বলেছেন, ‘‘রোহিত ছিটকে গিয়েছে এটা এখনই বলা যাবে না। দলের চিকিৎসকরা ওকে পর্যবেক্ষণে রেখেছেন। অবশ্যই ওর রিপোর্ট নেগেটিভ হওয়া জরুরি। আমাদের হাতে এখনও প্রায় ৩৬ ঘণ্টা সময় রয়েছে। বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে রোহিতের পরীক্ষা হবে। আমরা রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে চাই। রিপোর্ট দেখে চিকিৎসকরা জানাবেন, রোহিত খেলতে পারবে কি না।’’
আরও পড়ুন: Mayank Agarwal: ইংল্যান্ড গিয়েও মাঠে নামা হচ্ছে না ময়ঙ্কের
পাশাপাশি খানিকটা বিরক্তি নিয়ে দ্রাবিড় (Rahul Dravid) আরও বলেছেন, ‘‘আমাদের উচিত সরকারি খবরের জন্য অপেক্ষা করা। সেটাই মনে হয় ভাল। জানি না চেতন শর্মা (প্রধান নির্বাচক) এমন কিছু বলেছেন কি না। অনেক সময় বেশি উত্তেজনার কারণে এমন হয়। রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে আমরা আগে সংশ্লিষ্টদের বক্তব্য শুনি। তার পর পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হবে। তখন সরকারি ভাবে বিষয়টা জানানো যাবে।’’