মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নতুন সাফল্য অর্জন করল। ইসরোর ৫৫ তম অভিযান সফল হওয়ায় মহাকাশ বিজ্ঞানীদের মুখে সাফল্যের হাসি ফুটে উঠেছে। জানা যাচ্ছে পিএসএলভি-35(PSLV-35) রকেট এর সাহায্যে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে।

ইতিমধ্যেই ইসরোর চন্দ্রযান-টু নিয়ে প্রস্তুতি তুঙ্গে। তারই মধ্যে তিনটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করে সাফল্য অর্জন করল ইসরো। জানা যাচ্ছে সিঙ্গাপুরের তিনটি স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। স্যাটেলাইটগুলিকে নির্দিষ্ট অরবিটে পৌঁছে দিতে সফল হয়েছে ইসরোর রকেট পিএসএলভি-35(PSLV-35)।

জানা যাচ্ছে দিন অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা ২ মিনিটে ওই তিনটি স্যাটেলাইট সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের শ্রীহরিকোটা লঞ্চ প্যাড থেকে লঞ্চ করা হয়। DS-EO, NeuSAR এবং Scoob-1 এই তিনটি স্যাটেলাইটকে ইসরোর পিএসএলভি-35(PSLV-35) রকেট লোয়ার অথরিটি স্থাপন করেছে। সূত্রের খবর ইসরোর কমার্শিয়াল বিভাগ নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের দ্বিতীয় অভিযান ছিল এটি।

ইসরোর রকেট পিএসএলভি-35 এর চারটি পর্যায়ে রয়েছে। রকেটটি ৪৪.৪ মিটার লম্বা এবং এর ওজন ২২৮.৪৩৩ টন। জানা যাচ্ছে যে তিনটি স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে সেগুলোর মাধ্যমে পৃথিবীর ভূমি ভাগের বিন্যাসের রঙিন ছবি পাওয়া সম্ভব হবে।