ভারত-আয়ারল্যান্ড দ্বিতীয় ম্যাচে শতরান করেছেন দীপক হুডা (Deepak Hooda)। আন্তর্জাতিক মঞ্চে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করা দীপক নিজেকে মনে করছেন সৈনিক। আয়ারল্যান্ডের পেস সহায়ক মাঠে নতুন বল খেলা কঠিন ছিল, মানছেন হুডা। কিন্তু সেটা করা ছাড়া তাঁর কাছে আর কোনও উপায় ছিল না। এমন অবস্থায় লড়াই করাই সব থেকে ভালো উপায় বলেই মনে করছেন তিনি।
মঙ্গলবার ৫৭ বলে ১০৪ রান করেন হুডা (Deepak Hooda)। প্রথম ম্যাচে ওপেন করতে নেমেছিলেন তিনি। সেই ম্যাচে ৪৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। সুত্রের খবর, দ্বিতীয় ম্যাচের পর সেরা হয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আমি কখনও ওপেন করিনি। কিন্তু উপরের দিকে যখন ব্যাট করি, তখন এই ধরনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমার কাছে কোনও উপায়ও ছিল না। তাই সৈনিকের মতো লড়াইয়ে নেমে পড়াটাই ঠিক বলে মনে হল। এই ধরনের ভাবনাই আমাকে বদলে দিয়েছে।”
আরও পড়ুন: Cristiano Ronaldo: ছেলেকে নিয়ে অনুশীলন মাঠে রোনাল্ড
পাশাপাশি হুডা (Deepak Hooda) আরও বলেন, “ভারতীয় দলে জায়গা পাওয়া কঠিন। জায়গা ধরে রাখা আরও কঠিন। কিন্তু যখন ভারতীয় দলের জার্সি পরে মাঠে নামি, তখন নিজের কথা মনে থাকে না, দলের কথাই আগে মাথায় আসে।”