এবার শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে ময়দানে নেমে পড়লেন দেবাংশু ভট্টাচার্য (Debangsu Bhattacharya)।সিবিআই ইচ্ছে করে শুভেন্দুর গ্রেফতারিতে উদ্যোগ নিচ্ছে না নিজের ট্যুইটার একাউন্টে এভাবেই তোপ দাগলেন তিনি।
এদিন তিনি লিখেছেন ‘সারদা কর্তা নিজে মুখে বলার পরেও, এফআইআরে নাম থাকার পরেও, শুভেন্দু অধিকারীকে স্পর্শ করার সাহস দেখাচ্ছে না সিবিআই। মানুষ ভাবছেন, সিবিআই বার্তা দিতে চাইছে, দুনিয়ার সকল চোর, ছ্যাঁচোর, ডাকাত, বাটপার নিজেদের বাঁচাতে বিজেপিতে যোগ দিন। কিন্তু, এভাবে আর কতদিন?’
মূলত শুভেন্দু অধিকারীর গ্রেফতারির দাবি তুলে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছে তৃণমূল। সল্টলেকে সিজিও কমপ্লেক্সের বাইরে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। একই দাবিতে, কাঁথি ও হলদিয়াতেও মিছিল করে তৃণমূল।মঙ্গলবারও একই দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি রয়েছে।আবার এই নিয়ে পাল্টা জবাবও দিয়েছেন শুভেন্দু অধিকারী।তিনি বলেছেন,এইসবে তার কিছু যায় আসে না।সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাড়ায়? এখন সেটাই দেখার।
আরো পড়ুন:TMC:শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে রাজ্যপালের কাছে গেলেন তৃণমূলের প্রতিনিধিরা!