কলকাতা সহ বিভিন্ন শহরতলি এলাকায় অটোর (Auto) জন্য নতুন নীতি আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। সেই নীতিতে বিভিন্ন এলাকায় অটোর জন্য কিছু নতুন বিধিনিষেধ চালু করা হবে। জানা যাচ্ছে এই নতুন নিয়ম অনুযায়ী কলকাতা ও শহরতলী এলাকার অটোগুলিকে নতুন রং করতে নির্দেশ দেওয়া হবে।
পরিবহন দপ্তর সূত্রে জানা যাচ্ছে নতুন নিয়মে প্রত্যেকটি অটোর (Auto) রং নীল সাদা করতে হবে এমন নির্দেশ দেওয়া হবে। যদিও পরিবহণ দফতরের এক কর্তা এ বিষয়ে জানিয়েছেন সবকিছু এই মুহূর্তে পরিকল্পনার স্তরে রয়েছে। কিন্তু চলতি বছর শেষেই এই নির্দেশটি পুরোপুরি কার্যকর করা হতে পারে।
অনেকদিন ধরেই কলকাতা শহরতলি এলাকায় চলাচল করা অটোগুলির (Auto) উপর নির্দিষ্ট বিধি নিষেধ চালু করার দাবি জানাচ্ছিল যাত্রীরা। তাই সেই দাবি অনুসারে পরিবহন দপ্তর গত বছর থেকেই পদক্ষেপ নেওয়া শুরু করেছে। অটোর জন্য বিধিনিষেধ চালু করার পাশাপাশি অটো রং বদল করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর। বর্তমানে চলাচল করা অটোর রংগুলি সবুজ হলুদ। কিন্তু শীঘ্রই অটোরগুলির রং বদলে ফেলে নীল সাদা করা হবে।