বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) গ্রেফতারের দাবিতে এবার পথে নামছে তৃণমূল (Tmc)।জানা যায় নারোদা ও সারদা কাণ্ডে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুললো তৃণমূল যুব কংগ্রেস। এই দাবিতে আগামী সোমবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সামনে সভা করবে তৃণমূল যুব কংগ্রেস। বিজেপিতে থাকার কারণে শুভেন্দু অধিকারীকে ছাড় দেওয়া হচ্ছে বলে মত তাদের।তবে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুলেছে তারা।

 

আবার মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ শাসকদলের আট জন প্রতিনিধি যাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে।

 

সূত্রের খবর,সোমবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরের সামনে বিক্ষোভ সমাবেশে হাজির থাকবেন, বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, তৃণমূল যুবর রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। শুভেন্দুর রাজনৈতিক জীবনে পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে। ওই দিন সেই হলদিয়াতেও বিক্ষোভ সমাবেশ করবেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা, জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া ও প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

 

আরও একটি বিক্ষোভ সমাবেশ হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির কাছেই। কাঁথিতে আয়োজিত সেই বিক্ষোভ সমাবেশে হাজির থাকবেন মত্‍স্যমন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। তবে তাঁর বিরুদ্ধে শাসকদলের তোলা দুর্নীতির অভিযোগ কিংবা রাজ্যপালের কাছে নালিশ জানাতে যাওয়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিরোধী দলনেতা।

 

আরো পড়ুন:Sudipta Sen:ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছে শুভেন্দু, বিস্ফোরক অভিযোগ সারদা কর্তার!