বিরাট কোহলী ও রোহিত শর্মার ব্যাটিং দেখে ক্ষুব্ধ কপিল দেব (Kapil Dev)। শুধু ক্ষুব্ধই নন, মারাত্মক প্রশ্ন তুললেন ভারতের এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। যে ভাবে গত কয়েক মাস এই দুই ব্যাটার খেলেছেন তাতে তাঁদের খেলার ইচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল।

আইপিএলের এই মরসুমে ব্যাট হাতে ব্যর্থ রোহিত ও কোহলী দুজনেই। ২০০৮ সালের পর এই প্রথম বার কোনও আইপিএলে একটিও অর্ধশতরান করতে পারেননি রোহিত। পাশাপাশি কোহলীও তিনটি ম্যাচে প্রথম বলে শূন্য রানে আউট হয়েছেন। আইপিএলে খারাপ খেলার পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। আর এই সিদ্ধান্তেই অবাক কপিল (Kapil Dev)।

আরও পড়ুন: Shakib Al Hasan: নিজের দলকে নিয়ে চিন্তায় শাকিব

সুত্রের খবর, কপিল (Kapil Dev) বলেন, ‘‘মানছি ওরা দুর্দান্ত ক্রিকেটার। কিন্তু যদি ১৪টা ম্যাচ ধরে কেউ খারাপ খেলে তা হলে প্রশ্ন তো উঠবেই। সেটা তুমি গ্যারি সোবার্স, ডন ব্র্যাডম্যান, সুনীল গাওস্কর বা সচিন তেন্ডুলকর যে-ই হও না কেন। এর উত্তর ওদেরই দিতে হবে। ওদের কি খেলার ইচ্ছেটাই চলে গিয়েছে? ওরা নিজেদের খেলা নিয়ে কী ভাবছে, সেটা আগে জানতে হবে।’’