কয়েক দিন আগেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি আইপিএলের (IPL) প্রশংসা করেছিলেন। তবে তার পরেই আইপিএল নিয়ে প্রবল সমালোচনা করলেন পাকিস্তানেরই আর এক প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ (Rashid Latif)। তিনি ঘুরিয়ে বলে দিলেন, আইপিএলের জন্যেই সর্বনাশ হয়ে গিয়েছে ক্রিকেটের। এমনকি আইপিএল ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে বলে দাবি তাঁর।
৫০ হাজার কোটি টাকায় আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে। আর তারপর থেকেই এই প্রতিযোগিতা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সুত্রের খবর, সেই প্রসঙ্গেই লতিফ বলেছেন, “আইপিএল (IPL) গোটাটাই ব্যবসা। ক্রিকেটের সঙ্গে কোনও সম্পর্কই নেই। এটা মোটেই ভাল হচ্ছে না। টাকা ছড়াতে চাইলে সেই টাকা নেওয়ার অনেক লোক আছে। ক্রিকেটের গুণমান কোথায় নামছে সেটার কথা কেউ ভাবছে না। সবাই ব্যবসার চিন্তা করছে।”
আরও পড়ুন: BCCI: টাকার অভাবে ভুগছে ভারতীয় বোর্ড!
পাশাপাশি লতিফ আরও বলেছেন, “কোনও ভারতীয়কে জিজ্ঞাসা করে দেখুন তো যে তাঁরা কতক্ষণ আইপিএল (IPL) দেখেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ব্যবসা। ক্রিকেটের উন্নতি, বাজারমূল্য এ সব নাম যতই দিন, দিনের শেষে আইপিএল ব্যবসা ছাড়া কিছুই না। দেখতে চাই কত দিন এটা টিকে থাকে।”