বর্তমানে ভারতীয় দলের তালিকায় রয়েছে একাধিক ওপেনার। রোহিত শর্মা, লোকেশ রাহুল, ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়ের মতো একাধিক নাম রয়েছে ভারতের টি-টোয়েন্টি দলে। আর এই পরিস্থিতিতে শিখর ধবনের এই দলে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন সুনীল গাওস্কর (Sunil Gavasker)।

আইপিএলের এই মরসুমে পাঞ্জাবের হয়ে ধবনের সংগ্রহ ৪৬০ রান। তার পরেও ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক পাননি তিনি। সুত্রের খবর, এ বিষয়ে গাওস্কর (Sunil Gavasker) বলেন, “আমি সম্ভাবনা দেখছি না ওর নাম আর আসবে বলে। নাম আসার হলে এই দলেই চলে আসত। এই দলে নেই মানে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যেও ভাবা হচ্ছে না ধবনকে।”

আরও পড়ুন: Ravichandran Ashwin: করোনা আক্রান্ত অশ্বিন

পাশাপাশি গাওস্কর (Sunil Gavasker) আরও বলেন, “আমার মতে ওপেন করবেন রাহুল এবং রোহিত। তিন নম্বরে বিরাট। সেখানে ধবনের জায়গা পাওয়া কঠিন।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিশন এবং রুতুরাজকে খেলানো হয়। আর ভবিষ্যতে তাঁদের দিকেই তাকিয়ে থাকবে দল। সেখানে ধবন নির্বাচকদের কোনও মানচিত্রেই নেই বলে মনে করছেন গাওস্কর।