আমরা নিজের সৌন্দর্য বজায় রাখতে কিনা করি।বর্তমান যুগে মানুষ নিজের সৌন্দর্য বাড়াতে নানারকম কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে। কিন্তু এই সমস্ত রাসায়সনিকযুক্ত প্রসাধনী ব্যবহার না করে সৌন্দর্যচর্চায় ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানে।পেয়ারা পাতায় রয়েছে এন্টি-ব্যাক্টেরিয়াল, এন্টি-অক্সিডেন্ট ও এন্টি-ইনফ্লেমাটরি প্রোপার্টিজ যা আমাদের নানা ধরণের অসুখ দূর কর‍তে ও ত্বকের যত্নে খুব বেশি কার্যকরী।আজকে জেনে নিন পেয়ারা পাতার( Guava leaves)ব্যবহার।

 

 

পেয়ারা পাতা একটু পানির সাথে মিশিয়ে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে তার সাথে ২ ফোটা টি-ট্রি এসেন্সিয়াল ওয়েল মেশান।এই পেস্ট ত্বকে লাগিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন।শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।পেয়ারা পাতায় ভিটামিন-সি থাকার পাশাপাশি রয়েছে এন্টি-ব্যাক্টেরিয়াল প্রোপার্টি।

 

এন্টি এজিং এর জন্য বানানো টোনারের মত করেই কয়েকটি পেয়ারা পাতা( Guava leaves) পানিতে ফুটিয়ে নিতে হবে।ঠান্ডা করে স্প্রে বোতলে ভরে স্প্রে করলেই ভালো রেজাল্ট পাওয়া যাবে।এটি মুখে রিফ্রেশমেন্ট দিবে ও সতেজতা বাড়াবে। পেয়ারা পাতায় রয়েছে এলার্জি ব্লক করার উপাদান।

 

 

 

এই পাতা ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের কাজ করে। এর ফলে দ্রুত বলিরেখা দূর হয়ে ত্বক হয় টানটান ও মসৃণ।দু-তিনটি পেয়ারা পাতা হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ হালকা পিষে নিন। এবার ফুটন্ত গরম জলের মধ্যেদিয়ে জলের রং বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করুন। একটি তুলার বলে এই জল নিয়ে পুরো মুখে ভালোভাবে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুদিন পেয়ারা পাতা সেদ্ধ করা পানি মুখে লাগান।

Image source-google