আইএফএ (IFA) পেল নতুন সচিব। গত মাসেই ইস্তফা দিয়েছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। এবার সেই জায়গায় এলেন অনির্বাণ দত্ত। সোমবার আইএফএ-র গভর্নিং বডির সভা ছিল। সেখানেই তৈরি করা হয় নতুন কমিটি।

গত ১৯ মে জয়দীপ ইস্তফাপত্র পাঠিয়েছিলেন চেয়ারম্যান সুব্রত দত্ত এবং সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই ইস্তফাপত্র গৃহীত হয়। ভারতের শেষ ম্যাচ ছিল ১৪ জুন। তার প্রায় এক সপ্তাহের মাথায় নতুন সচিব পেল আইএফএ (IFA)। সর্বসম্মতিক্রমে অনির্বাণকে বেছে নেওয়া হয়েছে। ঘটনাচক্রে, তিনি প্রাক্তন আইএফএ সচিব প্রদ্যোৎ দত্তের ছেলে। জর্জ টেলিগ্রাফ ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন অনির্বাণ দত্ত।

আরও পড়ুন: Cristiano Ronaldo: রোনাল্ডোর সাড়ে ১৬ কোটির গাড়ি দুর্ঘটনার কবলে

জয়দীপ যখন সচিব ছিলেন তখন তাঁর অধীনে বাংলার ফুটবলে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। এমনকি ফিরিয়ে আনা হয়েছিল জেলার ফুটবলও। নতুন ভাবে চালু করা হয়েছিল কন্যাশ্রী কাপ। নতুন সচিব হয়ে এই কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়াই চ্যালেঞ্জ অনির্বাণের কাছে। কিছু দিন আগে তিনি কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছিলেন। আর সেই দায়িত্ব বুঝে নেওয়ার আগেই পেলেন সচিবের মতো এক গুরুত্বপূর্ণ পদ। (IFA)