দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের (India vs South Africa) টি২০ সিরিজের ফাইনাল অনুস্ঠিত হবে বেঙ্গালুরুতে। তবে ফাইনাল খেলতে নামার আগে অন্য চিন্তায় ভারতীয় শিবির। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দিনভর বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণের এই শহরে। তার জেরে ম্যাচে ব্যাঘাত ঘটতে পারে।

বেঙ্গালুরুতে গত কয়েক দিন ধরেই সন্ধ্যায় বৃষ্টি হচ্ছে। তার জেরে রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুম্বাই ও উত্তরপ্রদেশের মধ্যে খেলা দ্বিতীয় দিন শুরু হতে দেরি হয়েছে। বাংলা ও মধ্যপ্রদেশের মধ্যে খেলাও পঞ্চম দিন কিছুটা দেরিতে শুরু হয়েছে। বৃষ্টি ব্যাঘাত ঘটাতে পারে রবিবারের ম্যাচেও। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দিনের বেলা বৃষ্টি হচ্ছে। সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে প্রবল বেগে হাওয়াও। (India vs South Africa)

আরও পড়ুন: Eugenie Bouchard: পেটখারাপ সঙ্গীর! ডেটিংয়ে গিয়ে বিরক্ত বুশার্ড

তবে এবিষয়ে কর্নাটক ক্রিকেট সংস্থা জানিয়েছে, সব রকমের পরিস্থিতির জন্য তৈরি তারা। চিন্নাস্বামী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা যথেষ্ট উন্নত। বৃষ্টি থামলে ৩০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে পারবেন বলে আশাবাদী ক্রিকেট সংস্থার আধিকারিকরা। তবে সারা দিন ধরে বৃষ্টি হলে মাঠ ঢাকা থাকবে বলে তারা জানিয়েছেন।