২১ জুলাই তৃণমূলের (TMC) শহিদ দিবস।সেই উপলক্ষ্যে শুক্রবার অর্থাৎ ১৭ জুন তৃণমূল ভবনে প্রস্তুতি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আগামী ২১ জুলাই কী ভাবে সমাবেশের আয়োজন হবে, মূলত তার প্রস্তুতিতেই এদিনের এই বৈঠক।
জানা যায় আজ বিকেল ৩টে থেকে তৃণমূল (TMC) কংগ্রেসের নয়া ভবনে এই বিষয়ে বৈঠকে বসছেন দলের শীর্ষ নেতারা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই বৈঠক করবেন। থাকবেন বাছাই করা সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিরা। রাজপথে ২১ জুলাই ফিরলেও, টার্গেট থাকবে জাতীয় স্তরে নিজেদের শক্তি বুঝিয়ে দেওয়া । তাই চলতি বছরের ২১ জুলাই পালন করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে রাজ্যের বাইরেও। বিশেষ করে ত্রিপুরা, অসম, মেঘালয়ের মতো রাজ্য। যেখানে তৃণমূল কংগ্রেস এখন থেকেই লড়াই করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে ও করবে।
উল্লেখ্য,রাজ্য তথা দেশে কোভিড সংক্রমণের কারণে দীর্ঘ ২ বছর ধর্মতলায় শহীদ দিবস পালন করেনি তৃণমূল (TMC)।দু বছর পর শহিদ সমাবেশ আয়োজিত হতে চলেছে ধর্মতলায়।২১ শে জুলাই এই শহিদ সমাবেশের মঞ্চ থেকেই দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই বছর ২১ শে জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লড়াইয়ের দামামা বাজিয়ে দেবেন তৃণমূলের (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।