নিউজিল্যান্ডের ক্রিকেট শিবিরে আবারও করোনার হানা। এ বার আক্রান্ত হলেন কিউয়ি ব্যাটার ডেভন কনওয়ে (Devon Conway)। বৃহস্পতিবার কনওয়ের করোনা পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। ফলে তাঁকে চিকিৎসকেরা পাঁচ দিন বিচ্ছিন্নবাসে থাকার নির্দেশ দিয়েছেন।
এর আগে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন করোনা আক্রান্ত হয়েছিলেন। ফলত তিনি দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। কনওয়ের (Devon Conway) আগেই অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল, ফিজিও বিজয় বল্লভ, স্ট্রেংন্থ এবং কন্ডিশনিং কোচ ক্রিস ডোনাল্ডসন করোনা আক্রান্ত হন। দলের বাকি সদস্যরা সুস্থ রয়েছেন।
আরও পড়ুন: Hardik Pandya: হার্দিকদের বিমানের ভেতর হঠাৎ ধোঁয়া
কনওয়ে (Devon Conway) দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪৬ এবং দ্বিতীয় ইনিংসে ৫২ রান করেন। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। নিউজিল্যান্ড শিবিরের আশা, এক সপ্তাহ বাকি থাকায় তৃতীয় টেস্টে কনওয়ে এবং ব্রেসওয়েল দু’জনেই খেলতে পারবেন।