এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ফিনিশারের ভূমিকা পালন করেছেন দীনেশ কার্তিক। আইপিএলে ভালো খেলায় ফের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। আর ৩৭ বছরের এই ক্রিকেটারের প্রশংসা করেছেন কপিল দেব (Kapil Dev)। তাঁর মতে, কার্তিক নির্বাচকদের বাধ্য করেছেন তাঁকে ভারতীয় দলে জায়গা দিতে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি২০-তে শেষ দিকে নেমে ২১ বলে ৩০ রান করেছেন কার্তিক। এখনও তিনি অনেক দিন ক্রিকেট খেলবেন বলেই মনে করেন কপিল (Kapil Dev)। সুত্রের খবর, এবিষয়ে তিনি বলেন, ‘‘কার্তিক এত ভাল খেলেছে যে নির্বাচকরা ওকে নিতে বাধ্য হয়েছে। এখনও ওর মধ্যে অনেক ক্রিকেট বাকি। ওর অভিজ্ঞতা রয়েছে। মাঠে নেমে নিজেকে প্রমাণ করছে। ওর জন্য কোনও প্রশংসা যথেষ্ট নয়।’’
আরও পড়ুন: Rishabh Pant: নিজেদের হার নিয়ে কি বললেন পন্থ
পাশাপাশি কপিল দেব (Kapil Dev) আরও বলেন, ‘‘ধোনির আগে থেকে কার্তিক ভারতের হয়ে খেলছে। ধোনির অবসর নেওয়া দু’বছর হয়ে গেল। কিন্তু কার্তিক একই রকমের মানসিকতা নিয়ে খেলছে। আইপিএলে যেটুকু সুযোগ পেয়েছে রান করেছে। ওর ধারাবাহিকতা ওকে অন্যদের থেকে আগে রেখেছে।’’