বিজেপি ছেড়ে আবারও তৃণমূল কংগ্রেসে অর্জুন সিংয়ের প্রত্যাবর্তনের পরই প্রশ্ন উঠছিল,এবার বিজেপি ছেড়ে তৃণমূল দলে আসতে চলেছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।তবে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে উল্টে তিনি বলেন,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনীতি তো তিনি করবেনই না উল্টে দরকার পরলে তাঁকে জুতো মারবেন তিনি।আর তার এমন মন্তব্যের পরই রীতিমতো শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।ঠিক কি ঘটেছিল।
সূত্রের খবর এদিন বিষ্ণুপুরের বাহাদুরগঞ্জের এক সভা থেকে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ করে বলেন, ‘কোনওদিনও ভাববেন না সৌমিত্র খাঁ অন্য কোনও দলে যাবে। প্রয়োজনে মৃত্যুবরণ করব। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাইপোর কাছে কোনও দিন মাথা নামাব না। ভাইপোকে জুতো মারতেও রাজি আছি কিন্তু তার অধীনে রাজনীতি করতে নয়।’
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও সৌমিত্র খাঁ (Soumitra Khan) আবার বলেন, ‘হরিদাস ভাইপো বাংলাকে যেভাবে অশান্ত করছেন ও ২ তারিখের পর ডায়মন্ড হারবারে যেভাবে হিন্দুদের জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিলেন, সেই হিসাবে বলছি, হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি, কিন্তু তার অধীনে দল করতে নয়।’ সৌমিত্র খাঁর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল শিবির।
সৌমিত্রর মন্তব্য নিয়ে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায়ের পাল্টা খোঁচা দিয়ে বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনীতি শিখে উনি সাংসদ হয়েছেন। নামও কুড়িয়েছেন। তৃণমূলে ঢোকার জন্য তিনি ফের হাঁকপাঁক করছেন। এই অবস্থায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজর টানতেই এসব কথা বলছেন। কিন্তু দলের নিচুতলার কর্মীরা আর কোনও ভাবেই চান না সৌমিত্র তৃণমূলে ফিরুক।’
আরো পড়ুন:Sukanta Majumder:গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার