ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa 2022) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে কটকে। দিল্লিতে প্রথম ম্যাচে ২১১ রান তুলেও হারতে হয়েছে তাঁদের। কটকে ডেভিড মিলারদের থামানোই লক্ষ্য হবে ভারতের। তবে ওড়িশায় মাঠে নামার আগে দুই দলের পাতে থাকছে কোন কোন খাবার!
কটকের এক বিলাসবহুল হোটেলে রয়েছে দুই দল। আর সেখানে ভারতীয় খাবার যেমন রয়েছে, তেমন ওড়িশার নিজস্ব পদও রয়েছে। দক্ষিণ আফ্রিকার খাবারও রয়েছে তালিকায়। সুত্রের খবর, এবিষয়ে হোটেলের এক কর্মী বলেন, “বিভিন্ন ধরনের খাবার থাকছে ক্রিকেটারদের জন্য। ক্রিকেটাররা স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন। সেই কারণে সালাড এবং স্যুপ থাকছে। জাপানের খাবার থাকছে। ওড়িশার ডালমা, চাকুলি, মন্ডা, আরিসাও থাকছে।” (India vs South Africa 2022)
আরও পড়ুন: English Footballer: যৌনকর্মীর সঙ্গে প্রেম করায় স্ত্রীর ধোলাই খেলেন ইংলিশ ফুটবলার
পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের জন্য তাঁদের পছন্দের বিভিন্ন রকমের মাংসের পদও থাকবে। হোটেলের সেই কর্মী বলেন, “বাদামের দুধ, বিভিন্ন ধরনের রুটি, ফলের রস, ফল, গ্লুটেনমুক্ত খাবার রাখা হয়েছে তালিকায়।” এছাড়াও থাকছে ওড়িশার বিখ্যাত ছানাপোড়া এবং ভাপা রসগোল্লা।