রজার ফেডেরার (Roger Federer) নিজের উপর রয়েছে অগাধ আস্থা। আর তার জেরেই তিনি বলছেন, ফের কোর্টে দেখা যাবে তাঁকে। কিন্তু কবে, সেটা জানেন না রজার ফেডেরার। মোটামুটি লক্ষ্য স্থির করেছেন, আগামী বছর চোট সারিয়ে কোর্টে ফিরবেন তিনি।
সুত্রের খবর, একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ফেডেরার (Roger Federer) বলেন, ‘‘কবে, কখন, কী ভাবে ফিরব, এখনও জানি না। মোটামুটি সামনের বছর ফেরাই লক্ষ্য। চোটের অবস্থাটা কী দাঁড়ায় সেটা দেখার জন্য আমি নিজেই অপেক্ষা করে রয়েছি। আশা ছাড়িনি। অনেকটাই সেরে গিয়েছে। পুরোটা সারতে আর খুব বেশি সময় লাগবে না। আগামী তিন-চার মাস খুব গুরুত্বপূর্ণ।’’
আরও পড়ুন: Sourav Ganguly: অধিনায়ক এবং নেতার মধ্যে তফাত বোঝালেন সৌরভ
ফেডেরার (Roger Federer) গত বছর উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর থেকে আর কোর্টে নামতে পারেননি। গত দেড় বছরে তিন বার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তাঁর। ২০২১ সালে মাত্র ১৩টি এবং ২০২০ সালে ছ’টি ম্যাচ খেলেছেন তিনি। এই মুহূর্তে ক্রমতালিকায় ৫০ নম্বরে রয়েছেন তিনি।