কলকাতায় যাওয়ার পথে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া এলাকায় যাওয়ার পরিকল্পনা ছিল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ।কিন্তু সুকান্ত মজুমদারের মতো এবার শুভেন্দু অধিকারীর যাত্রাপথে বাঁধা হয়ে দাঁড়ালো পুলিশ।’হাওড়ার গ্রামীণ এলাকায় যাবেন না।’ এই মর্মে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চিঠি পাঠাল কাঁথি থানা।পাশাপাশি রবিবার সকাল থেকেই তাঁর বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশও।১৪৪ ধারা জারি রয়েছে। ফলে শুভেন্দু আদৌ সেখানে যেতে পারবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

 

এদিকে আবার গতকালই বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার ( Nupur Sharma) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছিল কাঁথি থানায়। তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ) , ৫০৪, ৫০২ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করেছেন।আবু সোহেল বলেছেন,-“এই বিষয়ে আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেব।’

 

উল্লেখ্য, গতকালই হাওড়া যাওয়ার আগেই গ্রেফতার করা হয়েছে সুকান্ত মজুমদারকে।এরইমধ্যে শনিবার রাতে কাঁথি থানায় নূপুর শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।আবার এই কাঁথি থানা থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দেওয়া হল চিঠি।আবার আজকে পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মিছিল হওয়ার কথা কাঁথিতে।যদিও সেই মিছিল ঘিরে যাতে হিংসা না ছড়ায়, সেদিকে নজর রাখছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।তবুও সব মিলিয়ে কোন দিকে পরিস্থিতি থাকে এখন সেইটাই দেখার।

 

আরো পড়ুন:Sukanta Majumder:গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার