পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের আগুন জ্বলছে।ক্রমেই তীব্র হচ্ছে প্রতিবাদ।অশান্তির আঁচ এসে পড়েছে এই বাংলাতেও। ব্যাপক সহিংসতা হচ্ছে হাওড়ায়। এমতাবস্থায় হাওড়ায় হিংসা বন্ধের আহ্বান জানালেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী।
হাওড়ায় হিংসা বন্ধের আবেদন জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে তাঁর দাবি, ‘অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতার করুন।’ বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আবেদনও জানিয়েছেন ত্বহা।নিশানা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।হাওড়ায় অবস্থা নিয়ন্ত্রণে আনা দরকার। হিংসা বন্ধ করতেই হবে।
তিনি প্রশাসনের কাছে দাবি করে বলেন, ‘নূপুর শর্মাদের দেওয়া উস্কানিমূলক বিবৃতির জন্যই আজ বহু মুসলমান পথে নেমেছেন। রাস্তাঘাট অবরোধ করছেন। যদি এটা কোনও ভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। মানুষকে কষ্ট দিয়ে অবরোধ করতে ইসলাম শেখায়নি। এটা শরিয়তের শিক্ষার অপমান। আপনারা জানবেনও না কখন বিক্ষোভের মধ্যে আরএসএস ঢুকে ঢিল ছুঁড়বে। আর তাতে বদনামের ভাগীদার হবেন মুসলমানরাই।’তিনি আরও বলেন, ‘আমি পীরের ছেলে হয়ে আপনাদের কাছে করজোড়ে আবেদন করছি, পায়ে ধরে আবেদন করছি এমন কাজ করবেন না যাতে সমগ্র মুসলমান সমাজের বদনাম হয়। বলতাম আমরা হিন্দু-মুসলমান মিলেমিশে বাস করি। নূপুর শর্মার মত লোকেরা হিন্দু-মুসলমানের ঐক্য ভাঙার চেষ্টা করছে আর সেই ফাঁদে আমরা পা দিচ্ছি।’
আরো পড়ুন:Nupur Sharma:নূপুর শর্মাকে গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ