রাষ্ট্রপতি নির্বাচনে ঐক্যবদ্ধ বিরোধী প্রার্থী দেওয়ার জল্পনার মধ্যেই দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (Mamata Banerjee)।জানা যায় ১৫ই জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের বৈঠক ডাকা হয়েছে।আর ওই বৈঠকে হাজির হবেন তিনি।ইতিমধ্যেই ২২ জন বিজেপি বিরোধী দলগুলির নেতা নেত্রীকে চিঠি দিয়ে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

দলীয় সূত্রে খবর, সনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, পিনারাই বিজয়ন, নবীন পট্টনায়েক, চন্দ্রশেখর রাও, এমকে স্টালিন, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, ভগবন্ত সিংহ মান, লালুপ্রসাদ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরিকে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি চিঠি পাঠিয়েছেন শরদ পাওয়ার, অখিলেশ যাদব, জয়ন্ত চৌধুরী, এইচডি কুমারস্বামী, দেবেগৌড়া, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি এবং সুখবীর সিং বাদলকেও।

 

তবে কেন এই বৈঠক? রাজনৈতিক মহলের একাংশের মতে, রাষ্ট্রপতি নির্বাচনের আগে একটি শক্তিশালী বিরোধী জোট তৈরি করতেই এই বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মূলত আগামী ১৮ জুন, দেশের রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ২১ জুলাই, জানিয়েছে নির্বাচন কমিশন।এরই মধ্যে ঐক্যবদ্ধ বিরোধী প্রার্থী দেওয়ার জল্পনাকে আরও বাড়িয়ে দিল মমতার দিল্লি সফর।