হঠাৎ করে দেশে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা পাঁচ হাজারের সামান্য বেশি থাকলেও আজ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৭২৪০। হঠাৎ করে করোনার(Covid-19) দৈনিক সংক্রমণ দেশে এতটা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে ৯৯ দিন পর ভারতের করোনা(Covid-19) আক্রান্তের সংখ্যা সাত হাজারের গণ্ডি পার করলো। দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে সংক্রমণের হারও। বৃহস্পতিবার দেশে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ২ শতাংশের বেশি। অন্যদিকে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
গতকাল অর্থাৎ বুধবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫২৩৩। করোনা(Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছিল ৭ জনের। গতকাল করোনা সংক্রমনের হার ছিল ১.৬৭ শতাংশ। জানা যাচ্ছে সাপ্তাহিক সংক্রমণের হার ছিল ১.১২ শতাংশ।
দেশের মধ্যে কেবল মহারাষ্ট্রেই বুধবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭০১ জন। এখনো পর্যন্ত মহারাষ্ট্রের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯৮০৬। দৈনিক সংক্রমনের মধ্যে সিংহভাগ সংক্রমণ ঘটছে মুম্বাইতে।
চিকিৎসকদের উদ্বেগের বিষয় মুম্বাইতে মোট আক্রান্তের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষের শরীরে করুণার কোন উপসর্গ দেখা যাচ্ছে না। ৮৩ জন উপসর্গযুক্ত মানুষকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে ১১ জন অক্সিজেনের সাহায্যে রয়েছেন। যদিও স্বস্তির বিষয় এই যে করোনার রিকভারি রেট পৌঁছেছে ৯৮ শতাংশে।