এবারের আইপিএলে জয়ী হয়েছে হার্দিকের (Hardik Pandya) গুজরাত টাইটান্স। তবে কি হার্দিক পাণ্ড্য ভবিষ্যতে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন? এই প্রসঙ্গেই ইতিবাচক ইঙ্গিত দিলেন রাহুল দ্রাবিড়। জানালেন, হার্দিকের মধ্যে রয়েছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। এছাড়া কথা বলেছেন উমরান মালিককে নিয়েও।

সুত্রের খবর, ৯ জুন দক্ষিণ আফ্রিকার সিরিজ শুরুর আগে এক সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, “কিছু ক্ষণ আগেই হার্দিকের (Hardik Pandya) সঙ্গে দেখা হল। যারা আইপিএলের ফাইনালে খেলেছিল তাদের বাড়তি এক দিন ছুটি দিয়েছিলাম। হার্দিকের নেতৃত্ব আমার খুব ভাল লেগেছে। নেতা হতে গেলে অধিনায়কের পদে বসতেই হবে, এমন কথা নেই। ওকে বোলিংয়ে ফিরতে দেখে বেশি খুশি হয়েছি। ক্রিকেটার হিসেবে ওর থেকে সেরাটা বের করে আনতে চাই। ভবিষ্যতে কী হবে সেই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। তবে তরুণ ক্রিকেটারদের আইপিএলে নেতৃত্ব দিতে দেখে ভাল লেগেছে।”

আরও পড়ুন: Virat Kohli: নতুন নজির কোহলীর, ইনস্টাগ্ৰামে ফলোয়ার পৌঁছল ২০০ মিলিয়নে

পাশাপাশি দ্রাবিড় আরও বলেন, “খুব জোরে বল করতে পারে। আইপিএলে অনেক জোরে বোলার দেখলাম এ বার। বেশ ভাল লেগেছে। কোচ হিসেবে আমি দলের সীমিত ওভারের সাফল্য টেস্ট ক্রিকেটেও দেখতে চাই। উমরানকে নেটে দেখে ভাল লাগল। এখনও শিখছে। উন্নতি করছে। যত বেশি খেলবে তত উন্নতি করবে। ওর মতো ক্রিকেটারকে পেয়ে দলের লাভ হবে। দেখা যাক ক’টা ম্যাচে ওকে সুযোগ দেওয়া যায়। বড় দল রয়েছে আমাদের। সবাইকে তো প্রথম একাদশে রাখা যায় না। তবে যে-ই সুযোগ পাক, আমি তাকে নিয়মিত খেলিয়ে যাওয়ার পক্ষপাতী।”