এবার ক্রিকেট জগতের বাইরে নতুন নজির গড়লেন বিরাট কোহলী (Virat Kohli)। এই নজির নেটমাধ্যমের দুনিয়ায়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা পৌঁছল ২০০ মিলিয়নে। অর্থাৎ তাঁর সাথে এখন আছে ২০ কোটি মানুষের ভালবাসা।

এই প্রথম, ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে ২০ কোটি অনুসরণকারী হল কোহলীর (Virat Kohli)। তিনি ছাপিয়ে গেলেন দেশের সব ক্ষেত্রের সব খ্যাতনামীদের। এমন নজির গড়ে উচ্ছ্বসিত ভারতের বিরাট নিজেও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভক্ত, অনুরাগীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। সুত্রের খবর, তিনি লিখেছেন, ‘২০০ মিলিয়নের শক্তি। ইনস্টায় আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’

আরও পড়ুন: Iga Swiatek: ফরাসি ওপেনে খেতাব জেতায় পয়েন্ট বেড়েছে ‌শিয়নটেকের

পাশাপাশি গোটা বিশ্বের ক্রিকেটারদের মধ্যে ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যায় শীর্ষে রয়েছেন কোহলীই (Virat Kohli)। অন্যদিকে বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে তাঁর স্থান তৃতীয়। প্রথম দু’টি স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। ইনস্টাগ্রামে তাঁদের অনুসরণকারীর সংখ্যা যথাক্রমে ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) এবং ৩৩.৩ কোটি (৩৩৩ মিলিয়ন)।