রবিবাসরীয় সকালে শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশংসা করে তৃণমূল কংগ্রেসকে বিঁধলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। নিজের টুইটার হ্যান্ডলে তথাগত রায় লেখেন, ‘তৃণমূলের খুম কম নেতাই শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো সত্‍। মাধ্যমিকে ৮৬ শতাংশ পাশ দেখে উনি বলেছেন, এই ১২ লক্ষ ছেলেমেয়েও শিক্ষিত বেকারদের তালিকায় শামিল হল। পশ্চিমবঙ্গে বেকারত্বের ভয়াবহ পরিস্থিতি তাঁর এই মন্তব্যই প্রতিফলিত।’

 

ঠিক কী বলেছিলেন কৃষিমন্ত্রী?‌ একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এই যে ১২ লক্ষ ছেলে ময়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার মধ্যে ৮৬ শতাংশ পাশ করেছে। এরা কিন্তু শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল। এখন গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে আর চাকরি পাওয়া যায় না। রোজ আমি যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তখন ১০ জনের মধ্যে অন্তত ৫ জন আমাকে চাকরি দেওয়ার অনুরোধ করেন। কোনও কোনও সংখ্যাটা তার থেকে বেশিও হয়। কী পাশ করলে মানুষ চাকরি পাবেন সেটা জানা দরকার।’

 

রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের এমন মন্তব্যে শনিবার থেকেই কাটাছেঁড়া চলছে। তাঁর সেই মন্তব্যকে হাতিয়ার করে এ বার রাজ্যকে একহাত নিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)।

 

যদিও তথাগত রায়ের এই মন্তব্যকে গুরুত্ব দিতে চায় নি তৃণমূল। কুনাল ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, যে ব্যক্তি নিজের দল সম্পর্কে কামিন-কাঞ্চন মন্তব্য করেন, অর্থাত্‍ টাকা এবং মহিলা দিয়ে দল চলছে বলেন, নিজে কাচের ঘরে বসে অহেতুক অন্যের দিকে ঢিল ছোড়া উচিত নয় তাঁর। নরেন্দ্র মোদি তো বলেছিলেন, বছরে ২ কোটি করে চাকরি তৈরি করবেন। ২০১৪-থেকে ২০২২, গত আট বছরে ১৬ কোটি চাকরি হওয়ার কক্ষা ছিল সে ক্ষেত্রে। কিন্তু আপনার পাড়ার কেউ কেন্দ্রের চাকরি পেয়েছেন বলে দেখান দেখি!

 

আরো পড়ুন:TMC:তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধে আহত ৩, বেপাত্তা ২০