ফরাসি ওপেনের সূচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন এমিলি মরেসমো (Amelie Mauresmo)। আর নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চাইলেন তিনি। দিন কয়েক আগেই ফরাসি ওপেনের প্রধান কর্তা মরেসমো বলেছিলেন, এখন মহিলাদের টেনিসের থেকে পুরুষদের টেনিসের আকর্ষণ বেশি। তাই দর্শকদের একাংশের চাহিদা মতো মহিলাদের সব ম্যাচ সন্ধ্যায় দেওয়া সম্ভব নয়। প্রাক্তন এই মহিলা টেনিস খেলোয়াড়ের কথায় নতুন বিতর্ক তৈরি হয়।

সূত্রের খবর, মরেসমো (Amelie Mauresmo) বলেছেন, ‘‘আমার মন্তব্যে যে খেলোয়াড়রা আঘাত পেয়েছে প্রথমেই তাদের কাছে দুঃখপ্রকাশ করছি। যাঁরা টেনিস জীবন থেকে আমাকে চেনেন, কোর্টের ভিতরের এবং বাইরের আমাকে চেনেন, তাঁরা জানেন আমি সব সময় মহিলাদের সমান অধিকারের জন্য ল়ড়াই করেছি। সেটা টেনিস হোক বা অন্য কোনও ক্ষেত্র।’’

আরও পড়ুন: Sakshi Malik: পাঁচ বছর পর আবারও সোনা জয় সাক্ষীর

মরেসমোর (Amelie Mauresmo) মতে, বিষয়ের বাইরে গিয়ে বিবেচনা করা হয়েছে। তিনি বলেছেন, ‘‘বিষয়টা ছিল প্রতিযোগিতার সূচি। রাতের দিকে মহিলাদের একটার বেশি ম্যাচ রাখা কঠিন হচ্ছে। পুরুষদের খেলাগুলোই দিনের দ্বিতীয়ার্ধে রাখতে হচ্ছে। কারণ, ম্যাচের দৈর্ঘ্য। যাঁরা টিকিট কেটে খেলা দেখতে আসছেন তাঁরা বেশি ম্যাচ দেখতে চান। আয়োজক হিসেবে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’’