গুরুতর হৃদরোগে আক্রান্ত হলেন ময়দানের পরিচিত কোচ সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya) ওরফে পটলা। অসমের ধুলিয়াজানে কোচিং করাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে কোচিং করাতে করাতেই মাঠে পড়ে যান। হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আপাতত তিনি বিপণ্মুক্ত। তবে শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে।
সুব্রত (Subrata Bhattacharya) বেশ কয়েক মাস ধরেই ধুলিয়াজানে কোচিং করাচ্ছেন। অয়েল ইন্ডিয়ার কোচ তিনি। রোজ সকালে এবং দুপুরে ফুটবলারদের অনুশীলন করান। বৃহস্পতিবারও একই কাজ করছিলেন। হঠাৎই মাঠের মধ্যে তিনি পড়ে গেলে আতঙ্কিত হয়ে পড়েন ফুটবলাররা। সঙ্গে সঙ্গে তাঁরা কাছের একটি হাসপাতালে নিয়ে যান। ডাক্তারদের তৎপরতায় প্রাণ বাঁচে তাঁর।
আরও পড়ুন: Viswanathan Anand: বিশ্ব দাবায় প্রথম দশে প্রত্যাবর্তন আনন্দের
কলকাতায় কিছুদিন আগেই এসেছিলেন সুব্রত (Subrata Bhattacharya)। বেশ কয়েকদিন কাটিয়ে ফিরে যান। সূত্রের খবর, অসমে একা থাকেন তিনি। তাই কিছুটা হলেও হয়তো একাকীত্ব বোধ করছেন। এমনিতে শারীরিক ভাবে তিনি সুস্থই ছিলেন। হঠাৎ করে এ রকম কেন হল, সেটা কেউই বুঝতে পারছেন না। ময়দানের অনামী ক্লাবে কোচিং করানোর ব্যাপারে প্রথম সারিতেই থাকবেন সুব্রত।