আইপিএলের এই মরসুমটা যেন দুঃস্বপ্নের কাটল রোহিত শর্মাদের (Rohit Sharma)।তবে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক মনে করছেন, পরের বছর তাঁদের দল ঠিক ঘুরে দাঁড়াবে। অধিনায়কের মতে, তাঁদের সবচেয়ে বড় অস্ত্র দলের একতা।
এই আইপিএলের মরসুমে দশটা হার আর চারটে জয় দিয়ে আইপিএল শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সুত্রের খবর, রোহিত (Rohit Sharma) বলেছেন, ‘‘একটা অপ্রত্যাশিত মরসুম গেল আমাদের জন্য। তবে এ বারের আইপিএল থেকে যা শিখেছি আর যা ইতিবাচক প্রাপ্তি হয়েছে, তার উপরে নজর দিতে চাই। যে ভাবে দলের সবাই একে অন্যের পাশে থেকেছে এবং সাহায্য করেছে, সেটা দেখে দারুণ লেগেছে।’’
আরও পড়ুন: Lionel Messi: এ বার বেঞ্জেমাকে বেলন্ দ্যর দেওয়ার দাবি মেসির
পাশাপাশি রোহিত (Rohit Sharma) আরও বলেন, ‘‘এ বার দেখতে হবে পরের মরসুমের জন্য আমরা কী ভাবে প্রস্তুতি নিই। আমরা শেষটা ভালো ভাবেই করেছি। যেটা আমাদের পক্ষে একটা ভালো দিক। পরের বার আরও শক্তিশালী হয়ে ফিরব।’’ এবার প্রথম আটটা ম্যাচে হারার পরে শেষ ছ’টায় চারটেতে জিতেছিল মুম্বাই।