ঘটনাটি ২০০৮ সালের। এক দিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবেন সেহবাগ (Virender Sehwag)। একটি সাক্ষাৎকারে সহবাগ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরের কথা বলেছেন। সে সময় রান পাচ্ছিলেন না ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনার। টেস্টে রান পেলেও এক দিনের ক্রিকেটে রান পাচ্ছিলেন না। ফলে এক দিনের ক্রিকেটে প্রথম দল থেকে বাদ পড়তে হয় সহবাগকে। তখনই ঠিক করে ফেলেন এক দিনের ক্রিকেট আর খেলবেন না।
সুত্রের খবর, সেহবাগ (Virender Sehwag) বলেছেন, ‘‘২০০৮ সালের অস্ট্রেলিয়া সফরের সময়ই এক দিনের ক্রিকেট থেকে অবসরের চিন্তা মাথায় আসে। টেস্টে ১৫০ রানের ইনিংস খেলেছিলাম। কিন্তু এক দিনের ম্যাচে কিছুতেই রান পাচ্ছিলাম না। পর পর তিন-চারটে ম্যাচে ব্যর্থ হই। ধোনি আমাকে প্রথম দল থেকে ছেঁটে ফেলে। তখনই মনে হয়েছিল এক দিনের ক্রিকেট আর নয়, শুধু টেস্ট খেলব।’’
আরও পড়ুন: Dinesh Karthik: দীপিকার প্রেমেই প্রত্যাবর্তন কার্তিকের!
পাশাপাশি সেহবাগ (Virender Sehwag) আরও বলেন, ‘‘সেইসময় সচিন আমার সিদ্ধান্ত বদলে দিয়েছিল। আমাকে বলে, ‘এটা তোমার জীবনের একটা খারাপ সময়। অপেক্ষা কর। সফর শেষ হলে বাড়ি যাও। খুব ভাল করে ভাব। তার পরে ঠিক কর কী করতে চাও।’ ওর কথাতেই তখন এক দিনের ক্রিকেট থেকে অবসর নিইনি।’’