রাজ্যের আর্থিক সংকটের (Financial Crisis) মধ্যেই কেন্দ্র টাকা দিল রাজ্যকে। ২০২১-২২ অর্থবছর জিএসটি বাবদ টাকা পেল রাজ্য।
জিএসটি বাবদ বকেয়া টাকা আজ কেন্দ্র টাকা ছেড়েছে বিভিন্ন রাজ্যগুলিকে।
মোট ৮৬ হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছে বিভিন্ন রাজ্যগুলিকে। এই রাজ্য ৬,৫০০ কোটি টাকা পেল জিএসটি বাবদ।
রাজ্যের অর্থ দফতরের কাছে কেন্দ্রের অর্থ দফতর টাকা দেওয়ার অর্ডার পাঠাল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকগুলি থেকে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বারবার অভিযোগ করেছেন।
বার বার প্রশ্ন তুলেছেন ১০০ দিনের কাজের টাকা নিয়েও। তার মধ্যেই রাজ্যকে সাড়ে ছয় হাজার কোটি টাকা দেওয়া হল বলে নবান্ন সূত্রে খবর।
যদিও রাজ্যের দাবি জিএসটি বাবদ বকেয়ার পরিমাণ অনেকটা বেশি ছিল।
কেন্দ্রের তরফেই টাকা পাওয়ার পর রাজ্য ক্যালকুলেশন করে বকেয়া জিএসটি ব্যবহার টাকার পরিমাণের দাবি জানাতে পারে বলেই নবান্ন সূত্রে খবর।
একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছ থেকে বকেয়া টাকার দাবি তুলেছেন।
১০০ দিনের কাজের টাকা, জিএসটি বাবদ বকেয়া টাকা, বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিন রাজ্য জিএসটি বাবদ ২০২১-২২ অর্থবর্ষে টাকা পেলেও বাকি বকেয়া টাকা (Financial Crisis) গুলির দাবি নবান্ন ফের জানাতে পারে কেন্দ্রের কাছে বলে নবান্ন সূত্রে খবর।