শুভেন্দু অধিকারী (Subhendu) দেখা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ।

এদিন কলকাতার রেলওয়ে অতিথি কার্যালয়ে এসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এরপরই ট্যুইটে পশ্চিমবঙ্গ রেলের বিভিন্ন প্রকল্প বরাদ্দ করায় ধন্যবাদ প্রকাশ শুভেন্দুর।

উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামের বন্ধ রেল প্রকল্পের কাজ আবারও চালু হোক।

এই দাবি নিয়ে একাধিকবার দিল্লি গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

সেখানে তিনি জানান সাধারণ মানুষের সমস্যার কথা। মূলত তাঁর এই বৈঠকের পরই আবারও চর্চায় আসে নন্দীগ্রামের বন্ধ রেল প্রকল্প। এমনকি কাজ শুরুও হয়।

এরপরই ট্যুইটের মাধ্যমে শুভেন্দু অধিকারী জানান, এদিন কলকাতার রেলওয়ে অতিথি কার্যালয়ে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা

করেন এবং তিনি লেখেন, পশ্চিমবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্প বরাদ্দ করায় অসংখ্য ধন্যবাদ অশ্বিনী বৈষ্ণব’জি কে।