সঙ্গীত মহলে নামল শোকের ছায়া। প্রয়াত হলেন বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে(KK Death)। জানা যাচ্ছে আজ কলকাতার নজরুল মঞ্চে তার অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠানের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপরে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখতে মন্ত্রী অরূপ বিশ্বাস এসেছিলেন। এছাড়াও হাসপাতালে উপস্থিত হয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলী, গায়ক অনুপম রায়ের মতো একাধিক সঙ্গীত শিল্পী। এখনও পর্যন্ত চিকিৎসকরা তার মৃত্যুর(KK Death) সঠিক কোনো কারণ জানাতে পারেননি। জানা যাচ্ছে আগামীকাল তাঁর ময়নাতদন্ত করা হবে।
কেকে(KK Death) এর এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগত। তাঁর এই আকস্মিক জীবনাবসান মেনে নিতে পারছেন না কেউ। ইতিমধ্যেই প্রয়াত গায়কের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। জানা যাচ্ছে আগামীকাল তাঁর দুই ছেলে এবং স্ত্রী কলকাতায় আসবেন। ময়নাতদন্তের পর তাদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। হিন্দি ছাড়াও বাংলা, অসমিয়া, কন্নড় বিভিন্ন ভাষার ছবিতে কেকে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন।