সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করেন (Mamata) মুখ্যমন্ত্রী। সেখানেই ঝালদা পুরসভার চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের পেল্লায় ভুঁড়ি দেখে কার্যত অবাক হয়ে যান মমতা।

সরাসরি বলেই বসেন, আপনার যেভাবে ভুঁড়ি বাড়ছে, এতে করে তো যে কোনও দিন ব্লক করে যেতে পারেন। পাশাপাশি মমতার প্রশ্ন, আপনি কী অসুস্থ? কী কী খান? ব্যায়াম-হাঁটাহাঁটি এসব করেন?

উত্তরে চেয়ারম্যান জানান, তার সুগারের সমস্যা বা রক্তচাপ নেই এবং তিনি ফিট। কিন্তু সকালে পাকোড়ি না হলে তার চলে না।

এটা শুনেই যেন কিছুটা অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। খানিকটা ধমকের সুরেই বলেন, ‘এভাবে আপনার মধ্যপ্রদেশ বাড়ছে, আপনি সকালে কেন পাকোড়ি খাবেন?’

এখানেই থামেননি (Mamata) মুখ্যমন্ত্রী, একেবারে চেপে ধরেন চেয়ারম্যানকে; কী কী ব্যায়াম তিনি করেন, কোনও অসুখ আছেন কিনা এসব জানতে চান।

সুরেশ বাবু রোজ অনুনম-বিলম, হাঁটাহাঁটি ও ১০০০ বার কপালভারতির কথা জানালেও তা যে তিনি ঠিক বলছেন, সেটা মেনে নিতে পারেননি মমতা।

এবার হাসির ছলেই মমতা বলেন, ‘আপনি রোজ হাজার বার এটা করলে এই ভুঁড়ি আপনার থাকত না।’

কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন,‌ ‘আমার সামনে এখনই কপালভারতি করে দেখান, এক হাজার বার করতে পারলে ১০ হাজার টাকা দেব।

আপনি হয়তো জানেনই না এটার সঠিক পদ্ধতি, ঠিক কোথা দিয়ে নিঃশ্বাস ছাড়তে ও নিতে হয়, আপনি শুধু পেট নাচান।’

এরপরেই তাকে সুস্বাস্থ্যের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সঠিক শরীর চর্চার কথাও বলেন।

এদিকে, পুরসভার চেয়ারম্যানকে দেওয়া মমতার এই পরামর্শ তথা

তাদের কথোপকথন শুনে সেখানে উপস্থিত অন্যান্যরাও মুখ টিপে হাসতে‌ থাকেন। পাশাপাশি সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।