চিকিৎসকদের দুশ্চিন্তা বাড়িয়ে আবারও রাজ্যে এক ধাক্কায় অনেকটাই বাড়ল করোনার(Covid 19) দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৭ জন।

শুধু দৈনিক সংক্রমণই নয়, বেড়েছে সংক্রমণের হারও। সংক্রমণের হার ০.৪৯ শতাংশ থেকে বেড়ে ০.৬৬ শতাংশে পৌঁছেছে যা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। কিন্তু স্বস্তির বিষয় এই যে নতুন করে কোন প্রাণহানি হয়নি।

মঙ্গলবার রাতে স্বাস্থ্য দপ্তরের প্রকাশ করা বুলেটিনে বলা হয়েছে আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় করোনার(Covid 19) নমুনা পরীক্ষা সংখ্যা অনেকটাই বেড়েছে। জানা যাচ্ছে একদিনে আরো ৭৪৬৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুন নমুনা পরীক্ষাগুলির পর শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ০.৬৬ শতাংশে।

এখনো পর্যন্ত রাজ্যে করোনা(Covid 19) আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৪০৫ জন। করোনায় মৃতের সংখ্যা এখনো ২১ হাজার ২০৪ জনে আটকে রয়েছে। জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩২ জন। এখনো পর্যন্ত রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৮৪৮ জন। এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।