আইপিএলের এই মরসুমের ফাইনালের আগেই কমলা টুপির মালিক হয়ে গিয়েছেন রাজস্থান রয়্যালসের ব্যাটার জস বাটলার (Jos Buttler)। ফাইনালের আগে পর্যন্ত ১৬ ম্যাচে ৮২৪ রান করেছেন তিনি। তবে প্রথম দিকে দুরন্ত শুরু করলেও মাঝের কয়েকটি ম্যাচে ব্যাটে রান ছিল না ইংল্যান্ডের এই ক্রিকেটারের। দ্বিতীয় কোয়ালিফায়ারে শতরান করে ফের রানের মধ্যে ফিরেছেন তিনি।

সুত্রের খবর, একটি সাক্ষাৎকারে বাটলার (Jos Buttler) বলেন, ‘‘শুরুতে মাঠে নেমে খেলা উপভোগ করছিলাম। কিন্তু মাঝের দিকে কয়েকটা ম্যাচে অতিরিক্ত চাপ নিয়ে ফেলি। ফলে রান আসছিল না। তার পরে দলের কোচ কুমার সঙ্গকারার কাছে যাই। সঙ্গকারা আমাকে বলে মাঠে গিয়ে কোনও চাপ না নিয়ে খেলতে। নিজের স্বাভাবিক খেলা খেলতে। সেটাই করেছি। তাই আবার রান করতে পেরেছি”।

আরও পড়ুন: Jos Buttler: এবারের আইপিএলে কমলা টুপির মালিক হলেন বাটলার

বাটলার (Jos Buttler) এ বারের আইপিএলে ফাইনালের আগে পর্যন্ত ৮২৪ রান করেছেন। চারটি শতরান করেছেন তিনি। এক আইপিএলে শতরানের নিরিখে কোহলীর নজির ছুঁয়েছেন বাটলার। তাঁর সর্বোচ্চ রান ১১৬। প্রতিযোগিতায় তাঁর গড় ৫৮.৯২। স্ট্রাইক রেট ১৫১.৩৭।