গতকাল, রবিবার, টানটান উত্তেজনার সাথে শুরু হয়েছিল এবারের আইপিএলের ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয়েছিল গুজরাত-রাজস্থান। ওই ম্যাচে, ম্যাচ রেফারি, আম্পায়ারদের বিচারে সেরা ক্রিকেটার হলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। গুজরাত টাইটান্স অধিনায়ক ফাইনালে দলকে নেতৃত্ব দিলেন বল হাতেই।

এবারের আইপিএলে তেমন বল করছিলেন না হার্দিক (Hardik Pandya)। কিন্তু ফাইনালে বল হাতে নিয়েই কামাল করলেন তিনি। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে তুলে নিলেন রাজস্থান রয়্যালসের ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তাঁর তিনটি উইকেটের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল জস বাটলারের উইকেট। এ বারের আইপিএলের সর্বোচ্চ রান শিকারিকে সাজঘরে ফেরালেন গুজরাত অধিনায়ক। প্রথম থেকে দল ধারাবাহিক ভাবে উইকেট হারানোয় বাটলার এ দিন তেমন আগ্রাসী হয়ে উঠতে পারেননি। কিন্তু, তাঁকে সে সুযোগও দিলেন না হার্দিক। ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে বাটলার সাজঘরে ফিরলেন ৩৫ বলে ৩৯ রান করে।

আরও পড়ুন: IPL 2022 : টাটা আইপিএল ২০২২ এর বিজেতা গুজরাট টাইটান্স

ফাইনালে হার্দিকের (Hardik Pandya) প্রথম শিকার রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (১১ বলে ১৪)। এরপর হার্দিক আউট করলেন রাজস্থানের আর এক বিপজ্জনক ব্যাটার শিমরন হেটমেয়ারকে (১২ বলে ১১)।