তৃণমূল সুপ্রিমো (Mamata) মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে শুরু করেছেন তাঁর জেলা সফর। নিশানায় রয়েছে পঞ্চায়েত নির্বাচন।
জেলা সফরের প্রথম ধাপে জঙ্গলমহলে কিছুদিন পূর্বে এসেছিলেন তিনি। আর এবার দ্বিতীয় ধাপে পুরুলিয়া এবং বাঁকুড়া সফর মুখ্যমন্ত্রীর।
আজ পুরুলিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশাসনিক বৈঠক রয়েছে ।
এছাড়াও তিনি দলীয় কর্মী সভা করবেন বলে জানা গিয়েছে। যার কারণে পুরুলিয়া শহরে একেবারে টানটান নিরাপত্তা।
যেখানে প্রশাসনিক বৈঠক হবে অর্থাত্ রবীন্দ্র ভবন এবং কর্মীসভার জায়গা মা ভিক্টোরিয়া ইনস্টিটিউশন মাঠে পুলিশের কড়া নজরদারি চোখে পড়েছে সকাল থেকেই।
নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে শহর পুরুলিয়াকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার এই পদে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম পুরুলিয়া এবং বাঁকুড়ার সফরে আসছেন বলে জানা গিয়েছে ।
আজ তিনি পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে সূত্রের খবর।
জানা গিয়েছে বর্তমানে পুরুলিয়ার অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে জল সঙ্কট আর সেই সঙ্কট মেটাতে জেলা প্রশাসনের ভূমিকা, তাদের পরবর্তী
পদক্ষেপ কী সেই বিষয়ে মূলত আলোচনা করা হবে এদিনের প্রশাসনিক বৈঠকে।
এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata) পুরুলিয়ার জন্য একাধিক
উন্নয়ন প্রকল্পের প্রস্তুতি নিয়ে এদিন জেলাস্তরে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।
রবীন্দ্রভবন অর্থাত্ পুরুলিয়ার প্রশাসনিক সভায় তিনি দুর্গাপুর থেকে এসে পৌঁছবেন।
সোমবার বিকেল চারটে থেকে প্রশাসনিক বৈঠক শুরু হওয়ার কথা। অন্যদিকে, মঙ্গলবার অর্থাত্ আগামীকাল বাঁকুড়া জেলা সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানেও তাঁর প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছে । এরপর বুধবার বাঁকুড়া জেলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কর্মীসভা
করবেন বলে খবর আর তারপরেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।