এ বারের আইপিএলে কমলা টুপির মালিক হলেন রাজস্থান রয়্যালসের জস বাটলার (Jos Buttler)। ১৭ ম্যাচে ৮৬৩ রান করেছেন তিনি। তবে অনেক চেষ্টা করেও বিরাট কোহলীর রেকর্ড ভাঙতে পারলেন না বাটলার। আইপিএলের এক মরসুমে সর্বাধিক রানের তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন কোহলী। ২০১৬ সালের আইপিএলে ১৬ ম্যাচে ৯৭৩ রান করে কমলা টুপির মালিক হন তিনি। অর্থাৎ কোহলীর সে বারের রানের থেকে ১১০ রান কম বাটলারের।
বাটলার (Jos Buttler) এ বারের আইপিএলে করেছেন চারটি শতরান। এক আইপিএলে শতরানের নিরিখে কোহলীর নজির ছুঁয়েছেন তিনি। সর্বোচ্চ রান ১১৬। প্রতিযোগিতায় তাঁর গড় ৫৮৯২। স্ট্রাইক রেট ১৫১৩৭। চারটি শতরানের সঙ্গে সমসংখ্যক অর্ধশতরানও রয়েছে ইংল্যান্ডের এই ক্রিকেটারের। প্রতিযোগিতায় তিনি মোট ৭৮টি চার ও ৪৫টি ছক্কা মেরেছেন।
আরও পড়ুন: Hardik Pandya: আইপিএল ফাইনালের সেরা ক্রিকেটার হলেন হার্দিক
অন্যদিকে বাটলারের (Jos Buttler) পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ১৫ ম্যাচে ৬১৬ রান করেছেন রাহুল। গড় ৫১.৩৩। স্ট্রাইক রেট ১৩৫.৩৮।