তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ। অভিষেকের মন্তব্য নিয়ে এই মূহুর্তে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের প্রয়োজন নেই। অভিষেকের মন্তব্যে বিচারব্যবস্থা কলঙ্কিত হয়েছে বলে মনে করে না আদালত।সেই কারণেই এই মামলা খারিজ করেছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

 

শনিবার হলদিয়ায় একটি শ্রমিক সভা থেকে বিচারব্যবস্থার বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেছিলেন, ‘আমার বলতেও লজ্জা লাগে, বিচারব্যবস্থায় একজন দু’জন এমন আছেন যাঁরা যোগসাজশে কাজ করছেন তল্পিবাহক হিসেবে। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে। মার্ডার কেসে স্টে (স্থগিতাদেশ) দিয়ে দিচ্ছে, ভাবতে পারেন! আপনি অভিযুক্তকে নিরাপত্তা দিতে পারেন। কিন্তু মামলায় স্টে দিতে পারেন না!’ এই মন্তব্য নিয়েই শোরগোল শুরু হয়।

 

সোমবার তাঁর ওই বক্তব্য নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কৌস্তব বাগচী। স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা রুজু করার আবেদনও জানানো হয়েছিল। সেসব এদিন খারিজ করল হাইকোর্ট।

 

আরো পড়ুন:Abhishek Banerjee:রাজ্যপালের বিবেক দংশন নিয়ে এবার প্রশ্ন তুললেন অভিষেক