বহু মূল্যবান ধাতু হিসাবে সোনার (Gold) চাহিদা ভারতে দীর্ঘদিনের।ভারতের মতো দেশে অধিকাংশ সোনা বাইরে থেকে আমদানি করা হয়। তবে এবার ভারতে একটি দেশের মধ্যে সবচেয়ে বড় সোনার খনির খোঁজ মিলল।

 

বাংলার রামপুরহাট থেকে মাত্র ১৯৯ কিমি দূর, দূর্গাপুর থেকে দূরত্ব প্রায় ২৪০ কিমি. জায়গাটার নাম জামুই। বিহার-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এই জেলাতেই নাকি অবস্থিত ভারতের সবচেয়ে বড় সোনার (Gold) ভাণ্ডার।

 

সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া একটি সমীক্ষা চালায়। তারপরেই তারা জানিয়েছে যে বিহার ও ঝাড়খন্ড রাজ্যের সীমানায় জামুই এলাকায় আছে প্রচুর পরিমাণে খনিজ আকরিক। সেখানে মাটির নিচে আছে ২২২ মিলিয়ন টনের বেশি সোনা।

 

বিহারের এই এলাকায় যে সোনার (Gold) খনি রয়েছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা রয়েছে। তবে বিহার সরকার প্রথমদিকে সেই জল্পনাকে গুরুত্ব দিতে রাজি হয়নি। যদিও সম্প্রতি এই জল্পনাকে গুরুত্ব দিতে শুরু করেছে সরকার। গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাদের তরফ থেকে স্বর্ণখনি অন্বেষণের প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

 

আরো পড়ুন:DA:৩ মাসের মধ্যে রাজ্য সরকারকে ডিএ মেটানোর নির্দেশ হাইকোর্টের