কোন নারী চায় না সুন্দর লম্বা আর ঘন চুল! কিন্তু বাস্তবে বদলে যাওয়া এই আবহাওয়া, পরিবেশের দূষণ, অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে চুল রুক্ষ শুষ্ক আর নির্জীব হয়ে যেন অভ্যাস দাঁড়িয়েছে। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিছু উপায় অবলম্বন করলেই পেতে পারেন সুন্দর এবং ঘন চুল।ব্রাহ্মী শাকে অব্যর্থ ঔষধির আমাদের চুলের স্বাস্থ্য বজায় রাখতে ব্রাহ্মী সাহায্য করে। আজকে জেনে নিন চুলের যত্নে ব্রাহ্মী (waterhyssopin)শাক এর উপকারিতা

 

চুলের খুশকির সমস্যা দূর করতে এবং চুল পড়া বন্ধ করতে ব্রাহ্মী শাক ব্যবহার করুন।ব্রাহ্মী আর নিমপাতার দিয়ে হেয়ার প্যাক বানিয়ে ফেলুন।এক্ষেত্রে নিমপাতা আর ব্রাহ্মী শাক বেটে পেস্ট করে নিন। এই পেস্টের মিশ্রণ চুলে লাগিয়ে রেখে দিন ৩০ মিনিট মতো। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে দু বার অন্তত এটি করুন।

 

নতুন চুল গজানো থেকে শুরু করে অকালপক্কতা রোধ, নানাভাবে ব্রাহ্মী শাক উপকারে লাগে।ব্রাহ্মী শাকের মধ্যে ৩-৪টি আমলকি বেটে সাথে সামান্য জল মিশিয়ে ব্রাহ্মী (waterhyssopin)শাক ও আমলকির হেয়ার প্যাকটি বানিয়ে নিন। ১৫-২০ মিনিট চুলে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মাসে ৩-৪ বার করুন, দেখবেন ফল পাবেন।

 

অ্যালোভেরা চুলের জন্য ঠিক কতটা কাজ দেয় এটা যারা ব্যবহার করেছেন তারাই জানেন। এবার ব্রাহ্মীর সঙ্গে এটি ব্যবহার করুন।ব্রাহ্মী শাক বেটে তার সাথে অ্যালোভেরা মিশিয়ে পুরো চুলে তার থেকে ডগা পর্যন্ত লাগান। চুল কালো ঘন এবং মজবুত করবে।

Image source-google