মঙ্গলবার মুখোমুখি হয়েছিল গুজরাত-রাজস্থান। ওই ম্যাচে কলকাতায় সেমিফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ঘরের স্টেডিয়ামে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে গুজরাত টাইটান্স। কলকাতা নাইট রাইডার্সে চার বছর কাটানোর সুবাদে ইডেনে খেলার অভিজ্ঞতা রয়েছে শুভমন গিলের (Subhman Gill)। তবে এ বার অন্য দলের হয়ে একই মাঠে খেলতে এসেও কলকাতার প্রতি ভালোবাসা জানাতে ভুললেন না।

ওইদিন ম্যাচ শেষে শুভমন (Subhman Gill) বলেছেন, “কলকাতা বরাবরই আমার সঙ্গে ভাল ব্যবহার করেছে। আজ এমন একটা দিন ছিল যেখানে আমরা নিজেদের লক্ষ্য পূরণ করতে পেরেছি। ফাইনালে উঠে গিয়েছি।” ডেভিড মিলার এবং হার্দিক পাণ্ড্যের দাপুটে ইনিংসের কারণে রাজস্থানকে সাত উইকেটে হারায় গুজরাত।

আরও পড়ুন: IPL 2022: ইডেনে ব্যর্থ ঋদ্ধি-শামি

পাশাপাশি শভমন (Subhman Gill) আরও বলেন, “ইডেনে প্রত্যেকে ব্যাটিং করার জন্য মুখিয়ে থাকে। আমরা ভেবেছিলাম এখানে প্রচুর রান উঠবে। কিন্তু সেটা হয়নি। বল থেমে থেমে ব্যাটে আসছিল। স্পিনাররাও ঠিক মতো বল গ্রিপ করতে পারছিল। ফলে বোলারদের জন্যেও এই পিচে অনেক সুবিধা ছিল।”