রাজ্যপাল জগদীপ ধনখড় (Dhankar) রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনকে ডেকে পাঠান।
সোমবার দুপুরেই দু’জনকে ডেকে পাঠিয়েছিলেন তিনি। তবে কী কারণে এই তলব, সে ব্যাপারে কিছুই জানাননি রাজ্যপাল। এর পরই জানা যায়, সোমবার রাজভবন যাচ্ছেন না শিক্ষামন্ত্রী।
সোমবার সকালে টুইটারে রাজ্যপাল (Dhankar) লেখেন, ‘আজ দুপুরেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করা হয়েছে রাজভবনে’।
কারও কারও মতে, সম্প্রতি এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে যে ভাবে জলঘোলা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতেই তাঁদের ডাকা হল।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই জেরা করেছে সিবিআই। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও একাধিকবার জেরা করা হয়েছে।
শিক্ষাসচিব মণীশ জৈন আজ রাজভবনে গেলেও ধনখরের তলব এড়াচ্ছেন ব্রাত্য।
শিক্ষামন্ত্রী রাজ্যপালের কাছে কিছুটা সময় চেয়েছেন। যদিও ঠিক কবে শিক্ষামন্ত্রী রাজভবনে যাবেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ১৩ মে রাজ্যপালের তলবে রাজভবনে যান ব্রাত্য। বৈঠকের পর রাজ্যপাল জানান, ‘উচ্চ শিক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
উচ্চ শিক্ষার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি রাজ্যে কেমন তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উচ্চ শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে কথা হয়েছে’।