প্রায় দেড় মাস পর নিজের ঘরে (Anubrata) বীরভূমে ফিরেছিলেন অনুব্রত মণ্ডলকে।
ফের তৃণমূল নেতাকে ডেকে পাঠালো সিবিআই। এবার ভোট পরবর্তী অশান্তির মামলায় হাজিরা দেওয়ার জন্য অনুব্রতকে নোটিস পাঠিয়েছে সিবিআই।
আগামিকাল, মঙ্গলবারই তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।
দেড় মাস পর গত শুক্রবার বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত।
তার আগে প্রায় তিন সপ্তাহ এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। গত সপ্তাহেই গরু পাচার মামলায় সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেন অনুব্রত।
বার বার হাজিরা এড়ালেও গত বৃহস্পতিবার নিজেই উদ্যোগী হয়ে সিবিআই অফিসে যান অনুব্রত।
তবে সিবিআই যে অনুব্রতকে (Anubrata) ফের তলব করবে, সেই সম্ভাবনা প্রবল ছিল।
কারণ গরু পাচার মামলার পাশাপাশি ভোট পরবর্তী অশান্তি মামলাতেও নাম জড়িয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির।
ভোট পরবর্তী অশান্তি মামলায় এই নিয়ে চতুর্থবার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই।
বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে হত্যার ঘটনাতেই অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা।
গত বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিয়েই ফের এসএসকেএম হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করান তৃণমূল নেতা।
আপাতত চিকিত্সকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। ফলে সিবিআই তলব করলেও অনুব্রত বীরভূম থেকে কলকাতায় আসেন কি না, সেটাই এখন দেখার।