অবশেষে ঘটল অপেক্ষার অবসান। স্বপ্নপূর্ণ হল সমর্থকদের। দীর্ঘ এগারো বছর পরে সেরি আ খেতাব জিতলেন এসি মিলান (AC Milan)। রবিবার খেতাবি ম্যাচে তারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে সাসউয়োলোকে। দলের পক্ষে জোড়া গোল করে নায়ক ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিহু।
সুত্রের খবর, ৩৮ ম্যাচে এসি মিলানের (AC Milan) পয়েন্ট ৮৬। সমসংখ্যক ম্যাচ খেলে ইন্টার মিলানের পয়েন্ট দাঁড়ায় ৮৪। এ দিন তারাও ৩-০ গোলে হারিয়েছে সাম্পদরিয়াকে। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। ম্যাচ শেষে এসি মিলানের ম্যানেজার স্টেফানো পিয়োলি বলেছেন, “এতদিনে আমাদের লড়াই সার্থকতা পেল। লিগ জিতে এবং একই সঙ্গে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করতে পেরে আমি গর্বিত।”
আরও পড়ুন: Umran Malik: উমরানের সামনে খুলে গেল জাতীয় দলের দরজা
অন্যদিকে, ওই দিন ম্যাচের ১৭ এবং ৩২ মিনিটে জোড়া গোল করে দলের লিগ খেতাব নিশ্চিত করে দেন জিহু। ৩৬ মিনিটে ব্যবধান বাড়ান কেসি। ৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল নাপোলি।৭০ পয়েন্ট নিয়ে চারে জুভেন্টাস।