ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে করোনা(Covid 19) সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হলেও বেশ কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে রবিবার ফের রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। যদিও দৈনিক সংক্রমণ পঞ্চাশের নিচেই রয়েছে। সাথে চিন্তা বাড়াচ্ছে বৃদ্ধি পাওয়া দৈনিক সংক্রমণের হার।
স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশকরা বুলেটিন রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে কোভিড(Covid 19) এর ফলে একটাও মৃত্যু হয়নি। অন্যদিকে সক্রিয় রোগীর সংখ্যাও রাজ্যে অপরিবর্তিত ছিল রবিবার।
জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা(Covid 19) আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৯ হাজার ৯৩ জন। সূত্রের খবর এই নিয়ে টানা ১৬ দিন রাজ্যে কোভিড এর ফলে মৃত্যুর সংখ্যা শূন্য।
রাজ্যে করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত মারা গিয়েছেন ২১ হাজার ২০৩ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৯৯১৩ জনের। বর্তমানে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের হার ০.৩৫%। রাজ্যে দৈনিক সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে বলে স্বস্তিতে রয়েছেন চিকিৎসকরা। তবুও চতুর্থ ঢেউ ঠেকাতে যারা টিকা নেননি তাদের যত শীঘ্রই সম্ভব টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।