বর্তমানে এসএসসি দুর্নীতি ও সিবিআই তদন্ত ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি।তার মধ্যে আবার এসএসসি নিয়োগ মংলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।আর এরপরই এসএসসি দুর্নীতির টাকায় প্রয়াত স্ত্রীর নামে তাজমহল স্বরূপ স্কুল বানিয়েছেন পার্থ,এমনি বিস্ফোরক মূলক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

 

শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন,এই স্কুল নির্মাণে ৭০ কোটি টাকারও বেশি অর্থ খরচ করেছেন পার্থ চট্টোপাধ্যায়। যা থেকে স্পষ্ট এসএসসি দুর্নীতির টাকা কোথায় গেছে।ট্যুইট করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘পশ্চিম মেদিনীপুরের পিংলায় সম্প্রতি গড়ে উঠেছে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল। সবুজের মাঝে আভ্যন্তরীণ সৌন্দর্যে ভরা এই স্কুল বিশ্বমানের শিক্ষা প্রদান করছে। বিভ্রান্ত না হতে এটি কোন বিজ্ঞাপন নয়।’

 

একটি ট্যুইটে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, ‘বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন করেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার পেছনে গভীর আগ্রহ দেখিয়ে দিয়েছিলেন বলে মনে হচ্ছে।’আরেকটি ট্যুইটে শুভেন্দু অধিকারী জানিয়েছেন,’কাকতালীয় ভাবে বিসিএম বাবলি চ্যাটার্জী মেমোরিয়ালের সংক্ষিপ্ত রূপ। যা তাঁর স্ত্রীর নামের সঙ্গে মিলে যাচ্ছে। এই প্রকল্পে ৭০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী এই তাজমহল স্বরূপ স্কুলের নির্মাণ কার্যের সময় বেশ কিছু স্থান পরিদর্শন করেছিলেন।’

 

এরপর কটাক্ষ করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ট্যুইট,’স্কুল সার্ভিস কমিশনের কেলেঙ্কারি তহবিল কোথায় হারিয়ে গেছে? তাঁরা জানে কোথা থেকে শুরু করতে হবে? কল্যাণময় ভট্টাচার্য এই স্কুলের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাতা। তাঁর কাকা কৃষ্ণ প্রসাদ অধিকারী স্কুলের দৈনন্দিন কাজকর্ম পরিচালনা করেন।’

 

আরো পড়ুন:Dilip Ghosh:শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবি জানালেন দিলীপ ঘোষ